Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ময়মনসিংহ বন বিভাগের তথ্য বাতায়নে স্বাগতম


ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

 

১। মধুটিলা ইকোপার্ক ও কাদিগড় জাতীয় উদ্যান এর ইকোট্যুরিজম সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন।

২। আবর্তকাল উর্ত্তীণ সামাজিক বনায়নের গাছ বিক্রয় ও কর্তন করে পুনঃবনায়ন ও উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ।

৩। বনভুমির সীমানা চিহ্নিত করণ ও জবর দখল রোধ করা।

৪। বনজ সম্পদ সংরক্ষণে স্থানীয় অধিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে টেকসই বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা।

৫। পুরাতন ও ব্যবহার অনুপযোগী বিভাগীয় বন কার্যালয়সহ বিভিন্ন রেঞ্জ অফিস, বিট অফিসসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ।

৬। শেরপুর অঞ্চলে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করা।

৭। রক্ষিত এলাকার পরিমাণ বৃদ্ধি করা।

৮। শাল কপিচ সংরক্ষণের মাধ্যমে শাল ফরেষ্টের ইকোসিস্টেম পুনরুদ্ধার করা।