Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ময়মনসিংহ বন বিভাগের তথ্য বাতায়নে স্বাগতম


এক নজরে

 

ময়মনসিংহ বন বিভাগ বাংলাদেশের ঐতিহ্যবাহী গজারী (শাল) সমৃদ্ধ একটি বনবিভাগ। ১৯৫০সনে ঢাকা এবং ময়মনসিংহ বন বিভাগ পৃথকীকরনের মাধ্যমে দুইটি স্বাধীন বন বিভাগ প্রতিষ্ঠিতহয়। 

 

বৃহত্তর ময়মনসিংহ জেলায় বর্তমানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার বন ব্যবস্থাপনা ময়মনসিংহ বন বিভাগ কর্তৃক পরিচালিত হচ্ছে। অত্র বন বিভাগে সরকারী গেজেটভূক্ত  মোট বনভূমির পরিমান ৭১,২৮৭.২১ একর। এসকল বন ভূমি তৎকালীন জমিদারদের নিজস্ব সম্পত্তি ছিল। জমিদারী প্রথা বিলোপের সাথে সাথে উক্ত বনভূমি অধিগ্রহণ করত: বৈজ্ঞানিক উপায়ে ব্যবস্থাপনার জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।পরবর্তীতে সরকার এসকল বনভূমি সংরক্ষিত বনভূমি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে গেজেট বিজ্ঞপ্তি জারী করেন।

 

এই বনাঞ্চলের বিশেষ বৈশিষ্ট কান্দা ও টিলা বেষ্টিত প্রাকৃতিক শালবন।বর্তমানে ক্ষয়িষ্ণু বনভূমি চিহ্নিত করে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বন নির্ভর জনগোষ্ঠিকে সম্পৃক্ত করে সামাজিক বনায়নের আওতায় বনব্যবস্থাপনা করা হচ্ছে।জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজমকে প্রাধাণন্য দিয়ে প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যকে উম্মুক্ত করার জন্য অত্র বনবিভাগের আওতায় ভালুকা রেঞ্জে কাদিগড় জাতীয় উদ্যান ও রসুলপুর রেঞ্জে সন্তোষপুরে ইকোট্যুরিজম স্পট প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে বনাঞ্চল ও বনভূমি ব্যবস্থাপনার লক্ষে বন অধিদপ্তরের অনুন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের আওতায় বন বাগান সৃজন, বনজসম্পদ আহরন ও বনায়নের সম্পৃক্ত উপকারভোগীদের লভ্যাংশ বিতরন করা হচ্ছে।